WB Zilla Parishad Recruitment 2025: শুধু ইন্টারভিউ দিয়ে জেলা পরিষদে কর্মী পদে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

WB Zilla Parishad Recruitment 2025: সকল চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। প্রত্যেকটি জেলার বেকার যুবক যুবতীদের জন্য আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজ্যের জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে বেকার যুবক-যুবতী উভয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

কি ভাবে আবেদন জানাতে হবে,শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা? মাসিক বেতন কত পাবেন?কিভাবে নিয়োগ দেওয়া হবে? এই সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে নীচে আলোচনা করা হল ।

Important Dates

আবেদন শুরুর তারিখ১১/১২/২০২৪
আবেদন করার শেষ তারিখ১৩/০১/০/২০২৫

নিয়োগকারী দপ্তর

আলিপুরদুয়ার জেলা পরিষদ।

পদের নাম

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা পরিষদ অফিস যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন, তা থেকে জানা যায় যে, স্পেশাল ডিউটি অফিসার পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তি থেকে এমনটাই জানা যায়।

Salary (WB Zilla Parishad Recruitment 2025)

এই শূন্য পদের কর্মীদের সর্বনিম্ন ১৫৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২০০০ টাকা পর্যন্ত মাইনে প্রদান করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে সব সুবিধা পাওয়া যায়, তা সব সুবিধা দেওয়া হবে।

Read More : Indian Post Payment Bank এ প্রচুর নিয়োগ চলছে!

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে একজন W.B.C.S. অফিসার পদের হতে হবে। বাকি যোগ্যতার জন্য অফিসিয়াল নোটিসটি ভালোভাবে ফলো করুন।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬২ বছর বয়সের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।

আবেদন পদ্ধতি WB Zilla Parishad Recruitment 2025

এই পদের জন্য যে সমস্ত বেকার চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক। সেই সব চাকরি প্রার্থী অবশ্যই আবেদন করার আগে একবার অফিশিয়াল ওয়েবসাইটে ভালোভাবে ভিজিট করে নেবেন। তারপর সেখান থেকে একটি এ ফোর মাপের পেপারে ফরমটি প্রিন্ট আউট করে নিয়ে, তারপর সম্পূর্ণ ফর্মটি সুন্দর করে নির্ভুল ভাবে পূরণ করে নেবেন। সাথে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স দিয়ে। একটি মুখ বন্ধখামে ভরে সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন ফি

অফিসের তরফ থেকে যে WB Zilla Parishad Recruitment 2025 বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, তাতে কোন আবেদন ফি উল্লেখ করা হয়নি।

ডকুমেন্ট কি লাগবে

আবেদন প্রার্থীকে অবশ্যই যে নথিপত্রগুলি দিতে হবে। সেগুলি হল শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট। বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বার্থ সার্টিফিকেট। সাথে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফি (যদি থাকে) বর্তমানে তোলা রঙিন পাসপোর্ট মাপের দু কপি ছবি।

নিয়োগ পদ্ধতি

এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে চাইছেন। তাদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

EXECUTIVE OFFICER ALIPURDUAR ZILLA PARISHAD,

MAYA TALKIES ROAD, ALIPURDUAR CHOWPATHI,

POST & DIST – ALIPURDUAR, PIN- 736121

Impotant Links:

Official NoticeDownload
Official WebsiteClick Here
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment