India Post Payments Bank Recruitment 2025: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে! গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ চলছে।

India Post Payments Bank Recruitment 2025 ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের তরফ থেকে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ভারতীয় ডাক বিভাগের এটি একটি বিশাল বড় ব্যাংকিং সেক্টর। এই ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে লেনদেন করে থাকেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক। ভারতীয় ডাক বিভাগ অতি প্রাচীন যোগাযোগের মাধ্যম। তাই সমস্ত মানুষের কাছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক একটি বিশ্বাসযোগ্য ব্যাংকিং সেক্টর।

আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কত? মাসির বেতন কত? শিক্ষাগত যোগ্যতা? সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই এই প্রতিবেদনটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন এবং বুঝবেন। তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া গুলি সম্পূর্ণ করবেন।

mportant Dates

আবেদন শুরুর তারিখ১০/০১/২০২৫ সকাল ১০ হইতে
আবেদন করার শেষ তারিখ৩০/০১/২০২৫ রাত্রি ১১: ৫৯ পর্যন্ত

নিয়োগকারী দপ্তর (India Post Payments Bank Recruitment 2025)

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)

Read More: শুধুমাত্র মাধ্যমিক পাসে ব্যাংকে চাকরি!সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংক। গ্রুপ ডি পদে নিয়োগ চলছে।

পদের নাম

  1. সিনিয়র ম্যানেজার পদ।
  2. সহকারি মহা ব্যবস্থাপক পদ।
  3. ডেপুটি জেনারেল ম্যানেজার পদ।
  4. জেনারেল ম্যানেজার পদ।
  5. চিপ কমপ্লায়েন্স অফিসার পদ।
  6. চিপ অপারেটিং অফিসার পদ।

শূন্য পদের সংখ্যা India Post Payments Bank Recruitment 2025

এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা মোট শূন্য পদ জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ভালোভাবে দেখে নিবেন।

বেতন কাঠামো

ভারতীয় ডাক বিভাগের এটি একটি ব্যাংকিং সেক্টর, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। এই পদে নিযুক্ত কর্মীদের উচ্চ মানের বেতন প্রদান করা হবে। বেতনের পরিমাণ দেখার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালোভাবে দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা

এখানে বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। India Post Payments Bank Recruitment 2025 তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী এই চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন।

বয়স সীমা

এখানে ০১/০১/২০২৫ তারিখ অনুসারে বয়সের হিসাব ধরা হবে। এই হিসাব অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ ক্যাটাগরির SC/ST/PWD/ প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

সকল ইচ্ছুক প্রার্থীকে India Post Payments Bank Recruitment 2025 অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এরপর কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ও সম্প্রতি তোলা রঙিন ফটো সিগনেচার আপলোড করতে হবে। তারপর আবেদন ফি জমা করতে হবে । সমস্ত ফর্মটা নির্ভুলভাবে ফিলাপ হয়ে গেলে একবার ভালো করে দেখে নেবেন। যেন কোথাও ভুল না থাকে। এরপর আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নেবেন।

আবেদন ফি

URSC/ST/PWD
750150

ডকুমেন্ট কি লাগবে

  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • বৈধ মোবাইল নম্বর।
  • বৈধ ইমেইল আইডি।
  • আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
  • অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

নির্বাচনী প্রক্রিয়া

১) নির্বাচনী প্রক্রিয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে সম্পন্ন হবে। India Post Payments Bank Recruitment 2025 তবে, ব্যাংক ইন্টারভিউয়ের পাশাপাশি অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্টের আয়োজন করার অধিকার রাখে। শুধুমাত্র যোগ্যতার শর্ত পূরণ করা একজন প্রার্থীকেই ইন্টারভিউ/গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্টের জন্য ডাকা হবে এমন নয়।

২) IPPB ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে অ্যাসেসমেন্ট/ইন্টারভিউ/গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্টের জন্য ডাকার অধিকার রাখে, যারা প্রাথমিক স্ক্রীনিং বা শর্টলিস্টিংয়ের মাধ্যমে যোগ্যতা, অভিজ্ঞতা, প্রোফাইল এবং চাকরির প্রয়োজনীয়তার সঙ্গে সম্পর্কিত প্রার্থী হিসেবে বিবেচিত হবে।

৩) নির্বাচনের বিভিন্ন স্তরে যে প্রার্থীরা যোগ্যতা অর্জন করবেন এবং শেষভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ফলাফল ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

Important Link:

Official NoticeDownload
Official WebsiteClick Here
Apply OnlineClick Here
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment