Supreme Court Law Clerk Recruitment 2025: ভারতের প্রধান বিচারালয় সুপ্রিম কোর্টে যারা চাকরি করতে চান তাদের জন্য সুখবর।কেননা সুপ্রিম কোর্টে Law Clerk-cum-Research Associate পদে প্রচুর প্রার্থী নিয়োগ করা হবে। এই পদে কাজের জন্য মাসে 80000 টাকা বেতন দেওয়া হবে । চুক্তিভিত্তিক হিসেবে এই পদে নিয়োগ হবে ও কাজের ভিত্তিতে Renewal করা হবে।
এই পদে নিয়গের বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্টের নিয়ম কানুন মেনে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া,শিক্ষাগত যোগ্যতা ,বয়স সীমা ,আবেদন পদ্ধতি , মাসিক বেতন,শুন্যপদ কত রয়েছে ?এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে নীচে আলোচনা করা হল। আরও বিশদে জানতে আফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
নিয়োগকারী দপ্তর:
SUPREME COURT OF INDIA(RECRUITMENT CELL)
পদের নাম:
ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।
পদের সংখ্যা:(Supreme Court Law Clerk Recruitment 2025:)
ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট পদে 90টি শুন্যপদ রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন অ্যাপ্লিকেশন ও রেজিস্ট্রেশন শুরু | 14-01-2025 |
অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ | 07-02-2025 রাত্রি 11:55মিনিট পর্যন্ত |
পরীক্ষা অনুষ্ঠিত হবে | 09-03-2025 |
বেতন কাঠামো:
এই পদের (Supreme Court Law Clerk Recruitment 2025:) জন্য মাসে 80000 টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: শুধুমাত্র মাধ্যমিক পাসে ব্যাংকে চাকরি!সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংক। গ্রুপ ডি পদে নিয়োগ চলছে।
শিক্ষাগত যোগ্যতা:
- প্রার্থীকে ল গ্র্যাজুয়েট হতে হবে।
- প্রার্থীদের রিসার্চ এন্ড এনালিটিক্যাল স্কিল, লেখার ক্ষমতা ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
- অন্তিম বর্ষের ছাত্র-ছাত্রিরাও এই পদে আবেদন করতে পারবে। সফল হলে কাজে যোগদানের পূর্বে পাশের শংসাপত্র জমা দিতে হবে।
বয়স সীমা: Supreme Court Law Clerk Recruitment 2025:
এই পদের জন্য 07-02-2025 অনুযায়ী 20থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য CLICK HERE .
প্রজনীয় নথিপত্র:
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট ।
- পাসপোর্ট কালার ছবি।
নিয়োগ পদ্ধতি:
- প্রথমে MCQ ধরনের প্রশ্ন হবে ability to understand and apply the law
- দ্বিতীয় ধাপে লিখিত পরিক্ষা হবে covering writing and analytical skills এর উপরে।
- শেষ ধাপে Interview হবে।
Important Link:
Official Notice | Download |
Official Website | Click Here |
Online Apply | Click Here |