RRB Group-D 32438 Vacancy Out 2025 শিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুযোগ। দীর্ঘদিন অপেক্ষার পর এবার ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে আইটিআই পাস এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন পদে, ৩২,৪৩৮ শুন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে।
আজকের এই প্রতিবেদনে, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা, আবেদন পদ্ধতি? আবেদনের শেষ তারিখ? শিক্ষাগত যোগ্যতা ?বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া? মাসিক বেতন? , শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
Important Dates:
অনলাইনে আবেদনের তারিখ | 23/01/2025 (00:00 ঘন্টা) |
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় | 22/02/2025 (23:59 ঘন্টা রাত্রি) |
নিয়োগকারী দপ্তর:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
পদের নাম:(RRB Group-D 32438 Vacancy Out 2025)
Pointsman – পয়েন্টসম্যান, Assistant – সহকারী, Track Maintainer – ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, Assistant Loco Shed – সহকারী লোকো শেড, Assistant Operations – সহকারী অপারেশনস, Assistant TL & AC – সহকারী টিএল ও এসি, Mechanical – যান্ত্রিক, Engineering – প্রকৌশল, Electrical – বৈদ্যুতিক, Traffic – ট্রাফিক, S & T (Signal & Telecommunication) – সিগন্যাল ও টেলিযোগাযোগ, আরও বিভিন্ন পদ রয়েছে। RRB Group-D 32438 Vacancy Out 2025 সমস্ত পদ গুলির জন্য অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখুন।
শূন্য পদের সংখ্যা:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে,তাতে মোট ৩২,৪৩৮ শুন্যপদের উল্লেখ করা হয়েছে।
বেতন কাঠামো :
এই বিজ্ঞপ্তি অনুযায়ী সকল চাকরির প্রার্থী বিভিন্ন পদের জন্য আবেদন করবেন, তাই এখানে পদ অনুযায়ী চাকরিপ্রার্থীকে বেতন দেওয়া হবে। RRB Group-D 32438 Vacancy Out 2025সমস্ত পদের জন্য বেতন কাঠামো দেখার জন্য অফিশিয়াল নোটিশটি ভালোভাবে ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ এবং আইটিআই পাশ অথবা সমমানের যোগ্যতা অথবা জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) যা NCVT দ্বারা প্রদান করা হয়েছে।
বয়স সীমা:(RRB Group-D 32438 Vacancy Out 2025)
- পোস্ট স্বাভাবিক কোর্সে নির্ধারিত বয়স (01/01/2025 অনুযায়ী) 18 থেকে 33 বছর এই CEN এর জন্য প্রযোজ্য বয়স (01.01.2025 অনুযায়ী)।
- লেভেল-১ এর জন্য 18 থেকে 36 বছর। কোভিড-১৯ মহামারীর কারণে বয়সসীমা অতিক্রম করেছে এবং রেলওয়ে নিয়োগে অংশগ্রহণের সুযোগ মিস করেছে এমন অনেক প্রার্থীকে ত্রাণ প্রদানের জন্য, নির্ধারিত ঊর্ধ্বসীমা ছাড়িয়ে 3 বছর বয়সে এককালীন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেভেল-১ পদের জন্য।
- এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত কোটার চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
ST/SC | 5 |
OBC -(NCL) | 3 |
EWS & EX-SERVICEMEN | 3 |
EX-SERVICEMEN OBC (NCL) | 6 |
আবেদন পদ্ধতি:
- আবেদন পদ্ধতিটি সম্পূর্ন অনলাইনের মাধ্যমে করতে হবে।
- আপনি প্রথমে রেলের যে বোর্ডে আবেদন করবেন তার আঞ্চলিক অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- CEN 08/2024 এই অপশনটি খুজ।
- এরপর নিউ রেজিস্ট্রেশন এ গিয়ে ক্লিক করুন।
- একটি বৈধ ইমেইল এবং একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- ফর্মের সমস্ত অপশনগুলি সঠিকভাবে পূরণ করুন।
- নির্দিষ্ট সাইজ অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করার পর সফলভাবে আপলোড করবে।
- সমস্ত প্রক্রিয়া সফল ভাবে হয়ে যাওয়ার পর অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন।
- সমস্ত ফর্মটি পূরণ হয়ে যাওয়া পর এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর। ফর্মেটি সাবমিট করুন।
- সবশেষে ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন ফি:(RRB Group-D 32438 Vacancy Out 2025)
UR প্রার্থীদের জন্য 500 টাকা। এই 500 টাকার মধ্যে থেকে 400 টাকা যথাসময়ে ফেরত দেওয়া হবে এবং CBT-তে উপস্থিত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়া হবে।
PwBD/মহিলা/ট্রান্সজেন্ডার/প্রাক্তন সার্ভিসম্যান প্রার্থী এবং SC/ST/সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্ক/অর্থনৈতিকভাবে অনগ্রসর (EBC) শ্রেণী প্রার্থীদের জন্য। 250 টাকা। CBT-তে উপস্থিত হওয়ার পর সমস্ত টাকা যথাসময়ে এই 250 টাকা ফেরত দেওয়া হবে।
ডকুমেন্ট কি লাগবে:
- বৈধ মোবাইল নম্বর।
- বৈধ ইমেইল আইডি।
- ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
- আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- কাস্ট সার্টিফিকেট।
- প্রয়োজনীয় নথিপত্রের জন্য ভালোভাবে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে দেখে নিবেন।
পরীক্ষা:
RRB Group-D 32438 Vacancy Out 2025 এই নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (Computer Based Test)। এটি কলম-কাগজ পদ্ধতির বিকল্প হিসেবে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়ার পদ্ধতি। এই পরীক্ষায় নেগেটিভ মার্কও রয়েছে।
পরীক্ষার সিলেবাস:
- পরীক্ষার সময়কাল 90 মিনিট।
- প্রশ্নের সংখ্যা ১০০ টি।
- প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে থাকবে।
- General Science -25
- Mathema tics -25
- General Intelligence and Reasoning -30
- General Awareness and Current Affairs -20
Important Link:
Official Website | Visit Here |
Official Notice | Download |
Online | Apply Now |