Wb Primary Teacher Recruitment 2025: দীর্ঘদিন পর! অবশেষে প্রাইমারি স্কুলে। শিক্ষক পদে নিয়োগ হতে চলেছে। দেখুন এই প্রতিবেদনটি।

Wb Primary Teacher Recruitment 2025 যে সমস্ত শিক্ষিত বেকার চাকরি প্রার্থী। শিক্ষাকে মনেপ্রাণে ভালোবাসেন। উচ্চশিক্ষিত হয়ে প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষকতা করতে চান এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে চান, তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের তরফ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন কারি প্রার্থী চাকুরী পাবে। সমস্ত প্রার্থীর জন্য এই সুযোগটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই আর দেরি না করে এক্ষুনি আজকের এই প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

নিয়োগকারী দপ্তর:

MALDA DISTRICT PRIMARY SCHOOL COUNCIL.

Read More: শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায়! গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ হচ্ছে। দ্রুত আবেদন করে ফেলুন।

Important Dates:

আজকের এই প্রতিবেদনে ১১/০২/২০২৫ এবং ১২/২/২০২৫ এই দুইটি তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটি তারিখ নিয়ে আলোচনা করা হচ্ছে। এই নোটিশে মোট ১০ টি মামলার কথা উল্লেখ রয়েছে।

1) ১১/০২/২০২৫ এই তারিখে, সময় 11:30 am to 4 pm.

Writ petitioners of WPA Nos 1) WPA 2571,2 of 2022 এই প্রথম মামলাই যে সমস্ত প্রার্থীদের নাম নথিভুক্ত আছে। তাদের প্রত্যেককে ১১/ ০২/ ২০২৫ – এই তারিখে সময় 11:30 AM. 4:00 PM মধ্যে নিজের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এবং সাথে সমস্ত অরজিনাল ডকুমেন্টের তিন সেট জেরক্স কপি। সমস্ত জেরক্স কপিতে স্ব-প্রত্যয়িত করা থাকতে হবে।

স্থান:-(Wb Primary Teacher Recruitment 2025)

D.P.S.C. Malda,

Atul Chandra Kumar Market, P.O. & District: Malda, PIN 732101

2) ১২/০২/২০২৫ এই তারিখে, সময় 11:30 am to 4 pm.

2) WPA 20482 of 2023
3) WPA 71,633 of 2024
4) WPA 11805 of 2024
5) WPA 5558 of 2022
6J WPA 26307 of 2022
7) WPA 15168 of 2021,
B) WPA 4932 of 2027
9) WPA 11903 of 2024
10) WPA 51,6L of 2021,

এই ২নং থেকে ১০নং পর্যন্ত , এই সমস্ত মামলাই যে সমস্ত প্রার্থীদের নাম নথিভুক্ত আছে। তাদের প্রত্যেককে ১২/ ০২/ ২০২৫ – এই তারিখে সময় 11:30 AM. 4:00 PM মধ্যে নিজের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এবং সাথে সমস্ত অরজিনাল ডকুমেন্টের তিন সেট জেরক্স কপি। সমস্ত জেরক্স কপিতে স্ব-প্রত্যয়িত করা থাকতে হবে।

স্থান:-(Wb Primary Teacher Recruitment 2025)

D.P.S.C. Malda,

Atul Chandra Kumar Market, P.O. & District: Malda, PIN 732101

পদের নাম:

এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীকে নিয়োগ করা হবে, তাদের প্রত্যেককে সহ-শিক্ষক পদে নিয়োগ করা।

শূন্য পদের সংখ্যা:

যেহেতু এই মামলাটি ২০০৯ সালের। ২০০৯ সালে একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরে সেই পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ার কারণে। সম্ভবত ২০১৪ সালে আবার পরীক্ষা নেওয়া হয়েছে। বেশিরভাগ জেলাতেই এই প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিনটি জেলায় প্রার্থীদের নিয়োগ বন্ধ ছিল। পরে পরে তিনটির মধ্যে দুটি জেলায় প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। কিন্তু মালদা জেলায় প্রার্থীদের নিয়োগ করা হয়নি।

২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে শূন্য পদ ছিল তার মধ্যে কিছু শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হয়নি। যে অবশিষ্ট শূন্য পদ বেঁচে রয়ে যায় সেই অবশিষ্ট পদের ভিত্তিতে এই সমস্ত চাকরিপ্রার্থী মামলা করে। যেন ওই অবশিষ্ট শূন্য পদে আমাদের নিয়োগ করানো হয়। এই বিজ্ঞপ্তিতে সেই রকম শূন্য পদ সংখ্যা উল্লেখ করা নাই। অনুমান ভিত্তিক বলা যায় প্রায় ৩২০টি শূন্য পদ হতে পারে।

বেতন কাঠামো:(Wb Primary Teacher Recruitment 2025)

আশা করা যায় বর্তমানে প্রাইমারি স্কেল অনুযায়ী তাদের বেতন হবে। তবে একথাও মনে রাখতে হবে যে, যে সমস্ত প্রার্থীদের D.el.ed সম্পন্ন আছে। তাদের বেতন একটু বেশি হবে। যে সমস্ত প্রার্থীদের D.el.ed নেই তাদের বেতন কিছু কম হবে।

শিক্ষাগত যোগ্যতা:

যেহেতু এই আবেদন পদ্ধতি টি ২০০৯ সালের তাই শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করার যোগ্য প্রার্থী। যে সমস্ত প্রার্থী ডি এল এড আছে তারাও আবেদনের যোগ্য প্রার্থী।

বয়স সীমা:

বিজ্ঞপ্তিটি ২০০৯ সাল অনুযায়ী, ২০০৯ সালে যে সমস্ত প্রার্থী ন্যূনতম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স, সেই সমস্ত প্রার্থী আবেদন করেছিলেন। Wb Primary Teacher Recruitment 2025 এছাড়াও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়েছেন।

আবেদন পদ্ধতি:

Wb Primary Teacher Recruitment 2025 বর্তমানে নতুন করে আবেদন করা যাবে না। ২০০৯ সালে যে সমস্ত প্রার্থী আবেদন করেছিলেন এবং সময়ের মধ্যে মামলা করেছিলেন তাদেরই কথা বলা হচ্ছে। তাদেরকেই নিয়োগ পত্র দেওয়া হবে।

ডকুমেন্ট কি লাগবে:

নিজের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এবং সাথে সমস্ত অরজিনাল ডকুমেন্টের তিন সেট জেরক্স কপি। সমস্ত জেরক্স কপিতে স্ব-প্রত্যয়িত করা থাকতে হবে।Wb Primary Teacher Recruitment 2025

  • ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
  • আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড, মার্কসিট ও সার্টিফিকেট
  • উচ্চ মাধ্যমিকের এডমিট, মার্কশিট, সার্টিফিকেট।
  • যে সমস্ত প্রার্থীর d.el.ed করা আছে তাদের ডি এল এড এর মার্কশিট, সার্টিফিকেট।
  • যেহেতু বিষয়টি বিচারাধীন অবস্থা থেকে এসেছে, তাই কোর্টের যে অর্ডার কপি সেটিও সাথে নিয়ে যাওয়া প্রয়োজন মনে হয়।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবিও নিয়ে যাওয়া ভালো যদি দরকার পরে।
  • কাস্ট সার্টিফিকেট। যাদের আছে।

নিয়োগ পদ্ধতি:

এখানে তাদেরকেই নিয়োগ করা হবে। যে সমস্ত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে রেখেছিলেন। সেই সমস্ত প্রার্থী সময় সাপেক্ষে কোর্টে মামলা দাখিল করেছিলেন, এবং তারা কোর্টে জয়ী হন। Wb Primary Teacher Recruitment 2025 একমাত্র সেই সমস্ত প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

Important Link:

Official NoticeDownload
Official WebsiteVisit Here
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment