Accountant in rupashree prakapa jobs 2025 পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুঃস্থ পরিবারের বিবাহ যোগ্য মেয়েদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন । সেই প্রকল্পের নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প। আমাদের রাজ্যে অনেক দুঃস্থ পরিবার এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হয়েছেন। রূপশ্রী প্রকল্পে উপযুক্ত বয়সের মেয়েদের বিবাহ কাজের জন্য ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে।
সম্প্রতি রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে।এই রাজ্যের স্থানীয় বাসিন্দা হলেই পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আজকের এই প্রতিবেদনে, আবেদন পদ্ধতি? আবেদনের শেষ তারিখ? শিক্ষাগত যোগ্যতা ?চাকরির মেয়াদ?কাজের দায়িত্ব?বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
Important Dates:
বর্তমানে এই কর্মী নিয়োগের আবেদন চলছে। আর সেটি আগামী 30/01/2025 বিকাল 5.30 PM পর্যন্ত চলবে।
নিয়োগকারী দপ্তর:
DISTRICT PROJECT MANAGEMENT UNIT (DPMU), RUPASHREE PRAKALPA, JALPAIGURI.
পদের নাম: Accountant in rupashree prakapa jobs 2025
অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে।
Read More: পোস্ট অফিস FD বনাম RD! 5 বছরে 6 লক্ষ টাকার বিনিয়োগে কোনটি বেশি রিটার্ন দেবে? এখুনি দেখে নিন।
কাজের দায়িত্ব:
সাব-ডিভিশনাল অফিস, মালবাজার, জলপাইগুড়ির জন্য অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ, রিপোর্ট তৈরি, সংকলন, পূর্বাভাস, বিভিন্ন ডেটা বিশ্লেষণ ইত্যাদির সামগ্রিক দায়িত্ব।
চাকরির মেয়াদ:
রূপশ্রী প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে বার্ষিক চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা:
DM অফিসে রূপশ্রী প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে যে কর্মী নিয়োগ করা হবে তার শূন্য পদের সংখ্যা হচ্ছে ০১ টি। Accountant in rupashree prakapa jobs 2025 অবশ্যই আবেদন প্রার্থীকে জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন কাঠামো:
Accountant in rupashree prakapa jobs 2025 এই পদের জন্য যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে, তাদেরকে পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে ১৫,০০০/ টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অনার্স সহ বাণিজ্য স্নাতক।
- কম্পিউটারের কাজের জ্ঞান এবং এমএস অফিস প্যাকেজে (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) কাজ করার ক্ষমতা।
- স্প্রেড শিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ সম্পর্কে ওয়ার্কিং নলেজ।
- যেকোনো সরকারি বা বেসরকারি সংস্থায় ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স সীমা:
০১/০১/২০২৪ তারিখে ১৮ বছরের কম নয় এবং ৪৫ বছরের বেশি নয়। Accountant in rupashree prakapa jobs 2025 অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বিজ্ঞাপন প্রকাশের প্রথম তারিখে বয়সের ঊর্ধ্ব সীমা হবে ৬৪ বছর।
আবেদন পদ্ধতি:Accountant in rupashree prakapa jobs 2025
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন এবং দেখুন নিচের দিকে ফর্মটি দেওয়া আছে, A4 মাপের সাদা পেপারে ফার্মটি ডাউনলোড করে, বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।
ফর্মের মধ্যে একটি ফটো সাটানোর ঘর রয়েছে সেটিতে একটি রঙিন ছবি সাটিয়ে দিন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সংযুক্ত করুন। সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট এবং আবেদন পত্রটি একসাথে যুক্ত করে একটি খামের ভিতরে ভরে খামটির মুখ আঠা দিয়ে সাটিয়ে দিন।
তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আবেদন সম্পন্ন হবে। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
AT DPMU, Rupashree Section,
2nd Floor District Magistrate Office, Jalpaiguri, or Drop Box at the Offices of Sub- Divisional Officer Mal and Dhupguri.
ডকুমেন্ট কি লাগবে:
- ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
- আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ।
- প্রার্থীকে জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
নিয়োগ পদ্ধতি:
- লিখিত পরীক্ষার ভিত্তিতে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ মানসিক ক্ষমতা, পাটিগণিত, ইংরেজি এবং হিসাববিজ্ঞানে ৫০ নম্বর রয়েছে।
- কম্পিউটার পরীক্ষায় ৪০ নম্বর।
- ১০ নম্বরের থাকছে ইন্টারভিউ পরীক্ষা।
Important Link:
Official Website | Visit Here |
Official Notice | Download |