Central Bank of India Recruitment 2025: সপ্তম শ্রেণী পাস যোগ্যতায় ব্যাংকে চাকরি! সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ চলছে। কোনো লিখিত পরীক্ষা নাই। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।

Central Bank of India Recruitment 2025 যে সমস্ত শিক্ষিত বেকার প্রার্থী ব্যাংকে চাকুরি করবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর রয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সমস্ত প্রার্থী চাকরির পরীক্ষা দিতে দিতে । এখন পর্যন্ত একটি ও চাকরি কপালে জোটেনি। সেই সমস্ত প্রার্থীর জন্য এই সুযোগটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেই।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আজকের এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

নিয়োগকারী দপ্তর:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Read More: কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে নিয়োগ চলছে! দ্রুত আবেদন করুন। সুযোগ হাত ছাড়া করবেন না।

পদের নাম এবং শূন্য পদের সংখ্যা:

Faculty1
Office Assistant2
Attender1
Watchman cum Gardener1

বেতন কাঠামো:Central Bank of India Recruitment 2025

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তাতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তাই বেতন কাঠামো একরকম থাকছে না। পদ বিশেষে বেতন প্রদান করা হবে। সর্বনিম্ন ৬,০০০ হাজার টাকা থেকে ২০,০০০ হাজার পর্যন্ত বেতনের কথা উল্লেখ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

  • ওয়াচ ম্যান অ্যান্ড গার্ডেনার– পদের জন্য সপ্তম শ্রেণী পাস হতে হবে। কৃষি/ বাগানবিজ্ঞান/ উদ্যানবিজ্ঞান ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • অ্যাটেন্ডার-পদের জন্য যে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।
  • ফ্যাকাল্টি -পদের জন্য স্নাতক/স্নাতকোত্তর যেমন MSW/গ্রামীণ উন্নয়নে MA/সামাজিক বিজ্ঞান MA/মনোবিজ্ঞানে MA/বিএসসি (কৃষি)/BA সহ B.Ed. শিক্ষণ দক্ষতা থাকা উচিত এবং কম্পিউটার বিষয়ে ভাল জ্ঞান থাকা প্রয়োজন। স্থানীয় ভাষায় দুর্দান্ত যোগাযোগ দক্ষতা অপরিহার্য, ইংরেজি ও হিন্দিতে দক্ষতা অতিরিক্ত সুবিধা হবে। Central Bank of India Recruitment 2025 স্থানীয় ভাষায় টাইপিং দক্ষতা অপরিহার্য। হিন্দি/ইংরেজি টাইপিং দক্ষতা অতিরিক্ত সুবিধা হবে। পূর্ব অভিজ্ঞতা শিক্ষক হিসেবে প্রাধান্য দেওয়া হবে।
  • অফিস অ্যাসিস্ট্যান্ট –স্নাতক হতে হবে যেমন BSW/BA/B.Com. সহ কম্পিউটার জ্ঞান। মৌলিক হিসাবরক্ষণে জ্ঞান থাকলে প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় ভাষায় মুখস্থ এবং লিখিত দক্ষতা থাকা উচিত। হিন্দি/ইংরেজিতে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হবে। MS Office (Word এবং Excel), Tally এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। স্থানীয় ভাষায় টাইপিং দক্ষতা অপরিহার্য, ইংরেজিতে টাইপিং দক্ষতা অতিরিক্ত সুবিধা হবে।

বয়স সীমা:Central Bank of India Recruitment 2025

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরুবর্তমানে আবেদন চলছে।
আবেদন শেষ২৪/০১/২০২৫

আবেদন পদ্ধতি:Central Bank of India Recruitment 2025

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন এবং দেখুন নিচের দিকে ফর্মটি দেওয়া আছে, A4 মাপের সাদা পেপারে ফার্মটি ডাউনলোড করে, বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।

ফর্মের মধ্যে একটি ফটো সাটানোর ঘর রয়েছে সেটিতে একটি রঙিন ছবি সাটিয়ে দিন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সংযুক্ত করুন। সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট এবং আবেদন পত্রটি একসাথে যুক্ত করে একটি খামের ভিতরে ভরে খামটির মুখ আঠা দিয়ে সাটিয়ে দিন।

Central Bank of India Recruitment 2025 তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আবেদন সম্পন্ন হবে। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India,
Regional Office-Akola, “Mangesh” Mangal Karyalay, Adarsh Colony, Akola 444004.

আবেদন ফি:Central Bank of India Recruitment 2025

আবেদন করার জন্য কোনো ফি লাগবেনা প্রার্থীদের।

ডকুমেন্ট কি লাগবে:

  • ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
  • আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ।

নির্বাচন প্রক্রিয়া:

  • নির্বাচন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করবে যোগ্য প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • ব্যক্তিগত সাক্ষাৎকারে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, মনোভাব, সমস্যা সমাধানের ক্ষমতা, প্রশিক্ষণার্থীদের সাথে সম্পর্ক স্থাপনের দক্ষতা, এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হবে।
  • এই বিষয়ে সমাজ/ট্রাস্ট/ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

Important Link:

Official WebsiteVisit Here
Official NoticeDownload
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment