City Civil Court Jobs Vacancy 2025 যে সমস্ত শিক্ষিত বেকার প্রার্থী সিটি সিভিল কোর্টে চাকরি করবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর রয়েছে। সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখন পর্যন্ত একটি ও চাকরি কপালে জোটেনি। সেই সমস্ত প্রার্থীর জন্য এই সুযোগটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আজকের এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? City Civil Court Jobs Vacancy 2025 এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
Important Dates:
অনলাইনে আবেদনের তারিখ | 2801/2025 |
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | 16/02/2025(23:59) রাত্রি পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর:
কলকাতায় সিটি সিভিল কোর্টের কার্যালয় , ইংরেজি বিভাগ।
পদের নাম:(City Civil Court Jobs Vacancy 2025)
- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট L.D.C/ নিম্ন বিভাগের সহকারী (গ্রুপ-সি)
- সমন বেলিফ (গ্রুপ-সি)
শূন্য পদের সংখ্যা:
- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (L.D.C) মোট শুন্যপদ ১২ টি।
- সমন বেলিফ (গ্রুপ-সি) মোট শুন্যপদ ৪ টি।
বেতন কাঠামো:
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট L.D.C | Pay Level – 6, (22,700/- 58,500/) |
সমন বেলিফ | Pay Level – 5, (21,000/ – 54,000/) |
শিক্ষাগত যোগ্যতা:
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট L.D.C.
- (ক) পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা তার সমমানের কোনো পরিষদ/বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা (১০ম শ্রেণি) উত্তীর্ণ হতে হবে।
- (খ) কম্পিউটার পরিচালনার জ্ঞান বা যোগ্যতা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে একটি সনদপত্র থাকতে হবে।
- (গ) কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে সন্তোষজনক আঙুলের গতি থাকতে হবে।
সমন বেলিফ:
- যেকোনো স্বীকৃত স্কুল অথবা স্বীকৃত মাদ্রাসা অথবা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়স সীমা:(City Civil Court Jobs Vacancy 2025)
প্রতিটি প্রার্থী সরাসরি নিয়োগের জন্য ০১.০১.২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে এবং তার বয়স সীমা ছাড়িয়ে যেতে পারবে না। প্রার্থীর বয়স ০১.০১.২০২৫ তারিখে হিসাব করা হবে।
- (i) OBC/SC শ্রেণির প্রার্থীদের জন্য বয়স সীমা ৪৩ বছর।
- (ii) ST শ্রেণির প্রার্থীদের জন্য বয়স সীমা ৪৫ বছর।
- (iii) প্রতিবন্ধী ব্যক্তির জন্য বয়স সীমা ৪৫ বছর।
- (iv) প্রাক্তন সেনাকর্মী শ্রেণির ক্ষেত্রে বয়সের সীমা বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য।
- (v) অন্য যেকোনো প্রার্থীর জন্য বয়স সীমা ৪০ বছর।
আবেদন পদ্ধতি:
- আবেদন পদ্ধতিটি সম্পূর্ন অনলাইনের মাধ্যমে করতে হবে।
- . https://citycivilcourtcalcutta.dcourts.gov.in
- এরপর নিউ রেজিস্ট্রেশন এ গিয়ে ক্লিক করুন।
- একটি বৈধ ইমেইল এবং একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- ফর্মের সমস্ত অপশনগুলি সঠিকভাবে পূরণ করুন।
- নির্দিষ্ট সাইজ অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করার পর সফলভাবে আপলোড করবে।
- সমস্ত প্রক্রিয়া সফল ভাবে হয়ে যাওয়ার পর অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন।
- সমস্ত ফর্মটি পূরণ হয়ে যাওয়া পর এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর। ফর্মেটি সাবমিট করুন।
- সবশেষে ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন ফি:(City Civil Court Jobs Vacancy 2025)
বিভিন্ন পদ, শ্রেণী ও ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি নিম্নলিখিত চার্টে প্রদর্শিত।
পদের নাম | জেনারাল/ওবিসি-এ/ওবিসি-বি/এসসি/এসটি/ইউআর(ইএসএম)/ইউআর(পিডব্লিউডি) | E.W.S. |
---|---|---|
লোয়ার ডিভিশন ক্লার্ক | ₹ ৬০০/- | ₹ ৪৫০/- |
সমন বেইলিফ | ₹ ৬০০/- | ₹ ৪৫০/- |
City Civil Court Jobs Vacancy 2025 আবেদন ফি সহ অতিরিক্ত চার্জগুলি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
ডকুমেন্ট কি লাগবে:
- বৈধ মোবাইল নম্বর।
- বৈধ ইমেইল আইডি।
- ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
- আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার শংসাপত্র।
- প্রয়োজনীয় নথিপত্রের জন্য ভালোভাবে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে দেখে নিবেন।
নিয়োগ পদ্ধতি:
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, আবেদনকারী প্রার্থীদের একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার এবং একটি ডেসক্রিপ্টিভ টাইপ লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
সমন বেইলিফ পদে,আবেদনকারী প্রার্থীদের শুধু মাত্র অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
Important Link:
Official Website | Visit Here |
Official Notice | Download |
Online | Apply Now |