Co-operative Bank Recruitment 2025: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কো-অপারেটিভ ব্যাংকে! কর্মী নিয়োগ করা হচ্ছে। দ্রুত আবেদন করুন।

 Co-operative Bank Recruitment 2025 যে সমস্ত শিক্ষিত বেকার প্রার্থী ব্যাংকে চাকুরি করবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর রয়েছে। কো-অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সমস্ত প্রার্থী চাকরির পরীক্ষা দিতে দিতে । এখন পর্যন্ত একটি ও চাকরি কপালে জোটেনি। সেই সমস্ত প্রার্থীর জন্য এই সুযোগটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আজকের এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? Co-operative Bank Recruitment 2025 এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

Important Dates

আবেদন শুরু 28/01/2025 (11:00) PM
আবেদনের শেষ দিন 27/02/2025 (11:59) PM

নিয়োগকারী দপ্তর Co-operative Bank Recruitment 2025

কো-অপারেটিভ ব্যাংক।

Read More: পিএম কিসান সম্মান নিধি যোজনার! ১৯ তম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে দিচ্ছে। তা জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

পদের নাম

  • সহকারী (গ্রেড-১) ক্লার্ক।
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র সুপারভাইজার/জুনিয়র ক্যাশিয়ার/জুনিয়র লেজার কিপার (সমস্ত পোস্ট গ্রেড-৪ ক্যাটাগরি থেকে)।
  • সহকারী (গ্রেড-২)।
  • কেরানি।
  • সহকারী/তত্ত্বাবধায়ক/ক্যাশিয়ার।

শূন্য পদের সংখ্যা

এই নিয়োগ প্রক্রিয়াটি জেলা ভিত্তিক হচ্ছে তাই জেলা অনুযায়ী পদ সংখ্যা দেওয়া হল।

জেলার নাম পদ সংখ্যা
নদীয়া ১৬
হুগলি ২৬
মালদা ২৬
জলপাইগুড়ি
রায়গঞ্জ
পুরুলিয়া

বেতন কাঠামো

কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। তাতে ভিন্ন ভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে। জেলায় জেলায় বেতন কাঠামো একরকম থাকছে না। তাই এখানে সর্বনিম্ন বেতন ২১,৮৮৩/ টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৬৪৪/ টাকা পর্যন্ত বেতন কর্মীদের প্রদান করা।

শিক্ষাগত যোগ্যতা

এখানে Co-operative Bank Recruitment 2025 আবেদন জানাতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন অবশ্যই স্নাতক পাস হতে হবে। এবং ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কিছু কিছু পদের জন্য এক বছরের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

বয়স সীমা(Co-operative Bank Recruitment 2025)

০১/০১/২০২৫ অনুযায়ী বয়স ধরা হবে।

ক্যাটাগরিনিম্নতম বয়স সীমাউচ্চতম বয়স সীমা
UR 1840
SC 1845
ST 1845
OBC-A1845
OBC-B1845
EWS 1840

আবেদন পদ্ধতি

এখানে Co-operative Bank Recruitment 2025 যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কারণ এখানে অফলাইনের কোন মাধ্যম নেই। তাই অফিসের অফিসিয়াল নোটিফিকেশনের লিংকে গিয়ে আবেদন করুন। আবেদনকারীকে একটি বৈধ ইমেল ঠিকানা এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে, যা কমিশনের পক্ষ থেকে যোগাযোগের জন্য ব্যবহৃত হবে।

আবেদনকারীকে তার/তার ব্যক্তিগত, একাডেমিক, কারিগরি এবং কম্পিউটার জ্ঞানের বিস্তারিত সঠিকভাবে এবং সঠিকভাবে আবেদন ফর্মে প্রদান করতে হবে। প্রার্থীদের তাদের পছন্দগুলি সতর্কতার সাথে নির্বাচন করতে হবে, বিশেষ করে তাদের জন্য যোগ্য যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলির জন্য।

আবেদন ফি (Co-operative Bank Recruitment 2025)

যে সমস্ত প্রার্থী আবেদন করবে অবশ্যই আবেদন ফ্রি দিতে হবে। আবেদনফি ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন ভিন্ন পরিমাণ দেওয়া হয়েছে ওয়েবসাইটে নোটিফিকেশন। তাই আপনারা অনুগ্রহ করে অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে এক এবং দুই নম্বর টেবিলটি ভালো ভাবে দেখে নিবেন।

ডকুমেন্ট কি লাগবে

  • বৈধ মোবাইল নম্বর।
  • বৈধ ইমেইল আইডি।
  • ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
  • আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • কাস্ট সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার শংসাপত্র।
  • প্রয়োজনীয় নথিপত্রের জন্য ভালোভাবে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে দেখে নিবেন।

নিয়োগ পদ্ধতি

পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে, যার উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে:

অনলাইন CBT: পূর্ণ নম্বর – ৮৫
ইন্টারভিউ: পূর্ণ নম্বর – ১৫

স্টেজ-১: প্রার্থীদের একটি অনলাইন পরীক্ষা, যা অনলাইন CBT (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা) নামে পরিচিত, তাতে উপস্থিত হতে হবে। এই পরীক্ষায় ৮৫টি MCQ (বহু নির্বাচনী প্রশ্ন) থাকবে।

পূর্ণ নম্বর: ৮৫; সময়কাল: ২ ঘণ্টা।
প্রার্থীদের অনলাইন CBT (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা)-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১:১০ অনুপাত অনুসারে বর্ণনামূলক লিখিত পরীক্ষা (Descriptive Written Test – DWT)-এর জন্য ডাকা হবে এবং DWT-তে পারফরম্যান্সের ভিত্তিতে ১:৬ অনুপাত অনুসারে ইন্টারভিউ/ভাইভা এর জন্য ডাকা হবে।

পরীক্ষার সিলেবাস

  • বাংলা
  • ইংরেজি
  • গণিত (শুধুমাত্র ইংরেজি সংস্করণে)
  • সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয় (শুধুমাত্র ইংরেজি সংস্করণে)
  • ক্লারিকাল দক্ষতা (শুধুমাত্র ইংরেজি সংস্করণে)

প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ¼ মার্ক কাটা হবে (নেগেটিভ মার্কিং থাকবে)।

Important Link:

Official WebsiteVisit Here
Official NoticeDownload
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment