Co-Operative Bank Recuitment Group-D 2025 যে সমস্ত শিক্ষার্থী। পড়াশুনা করে, বেকার অবস্থায় ভুগছেন এবং অনেকদিন থেকে একটি, চাকরির অপেক্ষায় বসে রয়েছ। সেই সকল প্রার্থীদের জন্য, নতুন বছরের শুরুটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি নতুন খুশির সংবাদ। খুশির সংবাদটি হল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একটি কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এই আবেদন টি করা যাবে। যুবক ও যুবতী উভয় প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কত? মাসির বেতন কত? শিক্ষাগত যোগ্যতা? সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই এই প্রতিবেদনটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন এবং বুঝবেন। তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া গুলি সম্পূর্ণ করবেন।
Important Dates
আবেদন আরাম্ভের তারিখ | 06/01/2025 |
আবেদন করার শেষ তারিখ | 21/01/2025 |
নিয়োগকারী দপ্তর (Co-Operative Bank Recuitment Group-D 2025)
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।
Read More: পশ্চিমবঙ্গের ভুমি দপ্তরে ডাটাএন্ট্রি অপারেটর নিয়োগ।
পদের নাম
এই বিজ্ঞপ্তিটিতে যে পদের নাম উল্লেখ করা হয়েছে তা হলো – সাব স্টাফ পদ।
শূন্য পদের সংখ্যা
UR | EWS(UR) | SC | ST | OBC – A | OBC- B |
20 | 2 | 10 | 2 | 4 | 3 |
বেতন কাঠামো
এই পদের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন এবং যে সকল প্রার্থী চাকরি পাবেন। তাদের বেতন হিসেবে প্রতি মাসে সর্বনিম্ন ১৮,৬ ০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮,৬০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য যে সকল প্রার্থী Co-Operative Bank Recuitment Group-D 2025 আবেদন করবেন ভাবছেন। তাদেরকে অবশ্যই প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে, যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে। বাংলায় কথা বলার দক্ষতা থাকতে হবে। বাংলা পড়তেও লিখতে জানতে হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে ডাউনলোড করে দেখে, নিজের দায়িত্বে ভালো করে বুঝে, তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।
বয়স সীমা (Co-Operative Bank Recuitment Group-D 2025)
সকল ইচ্ছুক প্রার্থীকে প্রথমেই বলে রাখা ভালো যে, এখানে ০১-০১-২০২৪ তারিখ অনুসারে বয়সের হিসাব ধরা হবে। এই হিসাব অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
সকল ইচ্ছুক Co-Operative Bank Recuitment Group-D 2025 প্রার্থীকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এ ফোর পেপারে ফার্মটি ডাউনলোড করে বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি অবশ্যই সংযুক্ত করুন। নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Chief Executive Officer,
Tamluk Ghatal Central Co-operative Bank Ltd.
P.O & P.S- Tamluk, Dist- Purba Medinipur
West Bengal, Pin-721636
আবেদন ফি
সকল ইচ্ছুক প্রার্থী Co-Operative Bank Recuitment Group-D 2025 আবেদন ফি জমা করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটিতে একটি অ্যাকাউন্ট নম্বর এবং একটি আই এফ সি কোড দেওয়া রয়েছে। সেটি ভালোভাবে দেখে তারপরে আবেদন ফি জমা করবেন।
Unreserved Categories | SC/ST/OBC/Women |
250 | 150 |
ডকুমেন্ট কি লাগবে
- ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র
- আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র /ড্রাইভিং লাইসেন্স।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- বৈধ মোবাইল নম্বর।
- বৈধ ইমেইল আইডি।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগ প্রক্রিয়ায় ইচ্ছুক প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
i)Written Test : 70 marks comprising Bengali (20 marks), English(20 marks),
Arithmetic(15 marks), General knowledge and current affairs (15 marks) .
ii) Pattern of Test : MCQ
ii)Personality Test : 30 marks
এই লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে তাদেরকে পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সর্বশেষে যে সমস্ত প্রার্থী বিবেচিত হবে তাদের হাতে নিয়োগপত্র প্রদান করা হবে।
Important Link:
Official Notice | Download |
Official Website | Click Here |
Download Form | Click Here |