Govt Of West Bengal jobs 2025:BDO অফিসে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে! শীঘ্রই আবেদন করুন।

Govt Of West Bengal jobs 2025 রাজ্যের শিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন সুখবর রয়েছে। তা হল রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস তথা বিডিও অফিসের পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত কর্মীকে নিয়োগ করা হবে। তাদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মানে লিখিত পরীক্ষা ছাড়াই।

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।আজকের এই প্রতিবেদনে, আবেদন পদ্ধতি? আবেদনের শেষ তারিখ? শিক্ষাগত যোগ্যতা ?চাকরির মেয়াদ?কাজের দায়িত্ব?বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

Important Dates:

আবেদন শুরুর দিন14/01/2025 সকাল থেকে।
আবেদনের শেষ দিন24/01/2025 বিকেল 4 টা পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর:

সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ জামুড়িয়া, পশ্চিম বর্ধমান

Read More : রাজ্যে পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! কেবল মাধ্যমিক পাশ যোগ্যতায়। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।শীঘ্রই আবেদন করুন।

পদের নাম:(Govt Of West Bengal jobs 2025)

এই নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থী অংশগ্রহণ করিবে তাদের সহকারী হিসাবরক্ষক এই পদের জন্য নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্যা:

Govt Of West Bengal jobs 2025 জামুরিয়া ডেভেলপমেন্ট ব্লকের অধীনে কুকড মিড-ডে মিল প্রোগ্রাম সহকারী হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগের জন্য মোট শুন্যপদ সংখ্যা হচ্ছে এক টি।

বেতন কাঠামো:

এই পদের জন্য যে সমস্ত প্রার্থীকে নিয়োগ করা হবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে ১১০০০ টাকা করে বেতন স্বরূপ দেওয়া।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদের জন্য আবেদন করতে হলে আবেদন প্রার্থীকে অবসরপ্রাপ্ত সরকারী হতে হবে।

বয়স সীমা:(Govt Of West Bengal jobs 2025)

এই পদের জন্য আবেদন করতে হলে, আবেদন প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। আরো বিস্তারিতভাবে বয়স সম্বন্ধে জানতে হলে অফিসের, অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো হবে দেখে নেবেন।

আবেদন পদ্ধতি:

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন এবং দেখুন নিচের দিকে ফর্মটি দেওয়া আছে, A4 মাপের সাদা পেপারে ফার্মটি ডাউনলোড করে, বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।

ফর্মের মধ্যে একটি ফটো সাটানোর ঘর রয়েছে সেটিতে একটি রঙিন ছবি সাটিয়ে দিন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সংযুক্ত করুন। সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট এবং আবেদন পত্রটি একসাথে যুক্ত করে একটি খামের ভিতরে ভরে খামটির মুখ আঠা দিয়ে সাটিয়ে দিন।

তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আবেদন সম্পন্ন হবে। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Office of the Block Development Officer,
Jamuria Development Block,
P.O- Bahadurpur, Via- Topsi, P.S- Jamuria,
Dist- Paschim Bardhaman, Pin- 713362, West Bengal.

ডকুমেন্ট কি লাগবে:(Govt Of West Bengal jobs 2025)

  • P.P.O এর ফটো কপি ।
  • অফিস প্রধান থেকে শেষ বেসিক পে সার্টিফিকেটের ফটোকপি।
  • মাধ্যমিক পরীক্ষার বয়স প্রমাণ-প্রবেশপত্রের ফটোকপি।
  • ফটো কপি প্রতিটি পর্যায়ের মার্ক শীট এবং সার্টিফিকেট (যেমন মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর)।
  • EPIC এর ফটো কপি।
  • আধার কার্ডের ফটো কপি।
  • অভিজ্ঞতার শংসাপত্র।

নিয়োগ পদ্ধতি:

Govt Of West Bengal jobs 2025 আবেদন প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা নাই। তাই আবেদন প্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়ায় যে সমস্ত চাকরিপ্রার্থী উত্তীর্ণ হবে। তাদেরকে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ:

28/01/2025 সকাল 11 টার সময়। 30 মিনিট আগেই আসতে হবে প্রার্থীকে।

ইন্টারভিউয়ের স্থান:

ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে, জামুরিয়া।

Important Link:

Official WebsiteVisit Here
Official NoticeDownload
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment