Solar Energy Corporation Recruitment 2025: সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (এসইসি) এর পক্ষ থেকে 03টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, BE/B.Tech বিভিন্ন শাখায় প্রার্থীরা সোলার এনার্জি নিয়োগের অনলাইন ফর্ম জমা দিতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সোলার এনার্জি নিয়োগের ফর্ম পূর্ণ করতে পারবেন।
আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন, শুন্যপদ কত রয়েছে ?এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে নীচে আলোচনা করা হল।সোলার এনার্জি নিয়োগের পূর্ণ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হয়েছে। সোলার এনার্জি নিয়োগের আবেদন লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
Important Dates
আবেদন শুরুর তারিখ | 17/12/2024 (১১ সকাল) |
আবেদন করার শেষ তারিখ | 16/01/2025 (৫ বিকাল) পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর
Solar Energy Corporation of India Limited.
পদের নাম (Solar Energy Corporation Recruitment 2025:)
- জেনারেল ম্যানেজার (প্রজেক্ট ম্যানেজমেন্ট)
- জেনারেল ম্যানেজার (কন্ট্র্যাক্টস ও প্রকিউরমেন্ট)
- অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এইচআর ও প্রশাসন)
শূন্য পদের সংখ্যা
সোলার এনার্জি কর্পোরেশন এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তাতে মোট ০৩টি শূন্য পদ উল্লেখ করা রয়েছে।
Salary of Solar Energy Corporation Recruitment 2025
পদের নাম | বেতন |
জেনারেল ম্যানেজার (প্রজেক্ট ম্যানেজমেন্ট) | 1,20,000 টাকা থেকে 2,80,000 টাকা। |
জেনারেল ম্যানেজার (কন্ট্র্যাক্টস ও প্রকিউরমেন্ট) | 1,20,000 টাকা থেকে 2,80,000 টাকা। |
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এইচআর ও প্রশাসন) | 1,00,000 টাকা থেকে Rs.2,60,000 টাকা। |
শিক্ষাগত যোগ্যতা
তিনটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। Solar Energy Corporation Recruitment 2025 এর তিনটি পদের জন্য নিম্নে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হল।
- ইলেকট্রিক্যাল / সিভিল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ BE/B.Tech সহ ৬০% নম্বর সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ থাকেতে হবে প্রার্থীকে।
- মার্কেটিং, ফাইন্যান্স, বা সম্পর্কিত ক্ষেত্রে ME/M.Tech বা PG ডিপ্লোমা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকেপাশ থাকেতে হবে প্রার্থীকে।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ৬০% নম্বর সহ পাশ হতে হবে ।
বয়স সীমা
- অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এইচআর ও প্রশাসন) এই পদের জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে।
- জেনারেল ম্যানেজার (প্রজেক্ট ম্যানেজমেন্ট) এবং জেনারেল ম্যানেজার (কন্ট্র্যাক্টস ও প্রকিউরমেন্ট) এই পদের জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি
Solar Energy Corporation Recruitment 2025 এ সমস্ত ইচ্ছুক প্রার্থী আবেদন করবেন। সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে অফলাইনের কোন মাধ্যম নাই। তাই প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এরপর কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ও সম্প্রতি তোলা রঙিন ফটো সিগনেচার আপলোড করতে হবে। তারপর আবেদন ফি জমা করতে হবে । সমস্ত ফর্মটা নির্ভুলভাবে ফিলাপ হয়ে গেলে একবার ভালো করে দেখে নেবেন। যেন কোথাও ভুল না থাকে। এরপর আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নেবেন।
আবেদন ফি
UR/EWS/OBC | 1000 টাকা। |
SC/ST | NILL |
ডকুমেন্ট কি লাগবে
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত একাডেমিক মার্কশিট ।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- বৈধ মোবাইল নম্বর।
- বৈধ ইমেইল আইডি।
- আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
- অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।
- প্যান কার্ড।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
নিয়োগ পদ্ধতি
- যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাদের প্রত্যেকের লিখিত পরীক্ষা নেওয়া হবে। Solar Energy Corporation Recruitment 2025 এই পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে তাদের একটি শর্টলিস্ট তৈরি করা হবে।
- তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এই সমস্ত প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে তাদের নিয়োগ করা হবে।
Important Link:
Official Notice | Download |
Apply Online | Click Here |