Uttar Dinajpur District Court Recruitment 2025 যারা ভালো বেতনের একটি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। উত্তর দিনাজপুর জেলা আদালতে প্রার্থী নিয়োগ করা হবে। ইংরেজি স্টেনোগ্রাফার পদে প্রার্থী নিয়োগ হবে।ইচ্ছুক প্রার্থী রা অতি শীঘ্রই অবেদন করুন।
উত্তর দিনাজপুর জেলা অদালতে স্টেনোগ্রাফার পদের জন্য নিয়গের বিজ্ঞপ্তি জারি করেছে।যারা টাইপিং এ দক্ষ ও আদালতে কাজ করতে চান তাদের কাজ করার অভিজ্ঞতা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন, শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু আলোচনা করা হল। আরও বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন, যা নীচে দেওয়া আছে।
নিয়োগকারী দপ্তর:
Office of The District Judge , Uttar Dinajpur , Raiganj.
পদের নাম:(Uttar Dinajpur District Court Recruitment 2025)
ইংরেজি স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে।
পদের সংখ্যা:
মোট পদের সংখ্যা তিনটি।
EWS | 01 |
OBC-A | 01 |
OBC-B | 01 |
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 11-01-2025 |
আবেদন এর শেষ তারিখ | 22-01-2025 রাত্রি 11:59 পর্যন্ত । |
বেতন কাঠামো:
রোপা 2019 এর পে লেভেল 10 অনুযায়ী 32100 থেকে 82900 টাকা পর্যন্ত।
আরও পড়ুন: সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা:
- এই পদের জন্য মাধ্যমিক পাশ বা সমতুল্য যেকোনো বোর্ড থেকে।
- এই পদের জন্য কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
- কম্পিউটার টাইপিং স্পীড 40 w.p.m
বয়স সীমা:
এই পদের জন্য 01-01-2025 অনুযায়ী 18 বছর হতে হবে। Uttar Dinajpur District Court Recruitment 2025 পদের জন্য EWS প্রার্থীদের 18-32 বছর ও OBC A/ OBC B প্রার্থীদের 18-35 বছর।
আবেদন পদ্ধতি:(Uttar Dinajpur District Court Recruitment 2025)
এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য CLICK HERE .
প্রজনীয় নথিপত্র:
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট ।
- কালার পাসপোর্ট ছবি।
নিয়োগ পদ্ধতি:
- তিনটি ধাপে নিয়োগ করা হবে।
- Phase-I- Screening Test-১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
- Phase-II- “Dictation and Transcription”
- Phase-III-টাইপিং টেস্ট ।
সিলেবাস:(Uttar Dinajpur District Court Recruitment 2025)
পরীক্ষার সিলেবাস এর জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন ফি:
এই পদের জন্য 600 টাকা +ব্যাংক চার্জ লাগবে।
Important Link:
Online Apply | Click Here |
Official Website | Visit Here |
Official Notice | Download |