WB Data Entry Operator Receuitment 2025: পশ্চিমবঙ্গের ভুমি দপ্তরে ডাটাএন্ট্রি অপারেটর নিয়োগ।

WB Data Entry Operator Receuitment 2025: পশ্চিমবঙ্গের ভুমি দপ্তরে ইন্টারভিউ এর মাধ্যমে প্রচুর ডাটাএন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন ও যারা কম্পিউটার এ দক্ষ তাদের জন্য ২০২৫ এ সুবর্ণ সুযোগ। এই পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে, পরবর্তীতে RENEWAL করা হবে।

কি ভাবে আবেদন জানাতে হবে,শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা? শূন্যপদ কত রয়েছে? মাসিক বেতন কত পাবেন?কিভাবে নিয়োগ দেওয়া হবে? এই সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে নীচে আলোচনা করা হল ।আরও বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

নিয়োগকারী দপ্তর:

Goverment of West Bengal, Office of the Additional District Magistrate & District Land & Land Reforms Officer , Purba Medinipur.

পদের নাম:

ডাটাএন্ট্রি অপারেটর পদে মুলত এখানে নিয়োগ করা হবে।

পদের সংখ্যা:

এই ডাটাএন্ট্রি অপারেটর পদে 19 জন চাকরি প্রার্থীকে নেওয়া হবে।

শেষ তারিখ (WB Data Entry Operator Receuitment 2025)

এই পদের জন্য অবেদনের শেষ তারিখ 15-01-2025

বেতন কাঠামো:

এই পদের জন্য 13000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

Read More: কলকাতা হাইকোর্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ চলছে! দ্রুত আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা:(WB Data Entry Operator Receuitment 2025)

  1. যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।
  2. কম্পিউটার এ ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা:

01-01-2025 অনুযায়ী 21থেকে 45 বছর ।

আবেদন পদ্ধতি:

এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে Click Here .

নথিপত্র কি লাগবে:

  • বয়সের প্রমাণপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • স্নাতক ডিগ্রীর মার্কসিট
  • কম্পিউটার সার্টিফিকেট (6 মাস)
  • পাসপোর্ট কালার ছবি

নিয়োগ পদ্ধতি:

প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।WB Data Entry Operator Receuitment 2025 এর লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে , তিনটি ভুল উত্তরের জন্য ১ মার্ক কাটা হবে। লিখিত পরীক্ষার পর ১ঃ৫ অনুপাতে উত্তীর্ণ প্রার্থীকে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ জন্য ডাকা হবে।

পরীক্ষার সিলেবাস:

লিখিত পরীক্ষা:

TopicsMarks
Arithmathic(মাধ্যমিক সিলেবাস)10
English10
coumputer knowledge & reasonig30
  • কম্পিউটার টেস্টে 40 মার্ক
  • ইন্টারভিউ এ 10 মার্ক ।
  • পরীক্ষার তারিখ 09-02-2025

Important Link:

Official NoticeDownload
Official WebsiteClick Here
Online ApplyClick Here
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment