Wb District Court Recruitment 2025 যে সমস্ত শিক্ষিত বেকার প্রার্থী চাকুরি করবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বিচারালয়ের তরফ থেকে একটি কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীর জন্য এই সুযোগটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আজকের এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
Important Dates:
অনলাইনে আবেদনের তারিখ | 01/02/2025 (Midnight). |
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | 28/02/2025 (Midnight). |
নিয়োগকারী দপ্তর:
PURBA MEDINIPUR DISTRICT JUDGESHIP.
Read More: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কো-অপারেটিভ ব্যাংকে! কর্মী নিয়োগ করা হচ্ছে। দ্রুত আবেদন করুন।
পদের নাম:(Wb District Court Recruitment 2025)
- ইংরেজি স্টেনোগ্রাফার ।
- লোয়ার ডিভিশন ক্লার্ক।
- প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন।
শূন্য পদের সংখ্যা:
এখানে সর্বমোট ৪৬ টি শূন্য পদ রয়েছে।
বেতন কাঠামো:
উল্লেখিত পদে যে সমস্ত প্রার্থী আবেদন করবেন এবং চাকরি পাবেন। তাদের প্রতি মাসে বেতন হিসেবে সর্বনিম্ন ১৭,০০০/ টাকা থেকে সর্বোচ্চ ৮২, ৯০০/ টাকা বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ইংরেজি স্টেনোগ্রাফার :
১) ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ করতে হবে এবং কম্পিউটার অপারেশন সম্পর্কিত একটি সনদপত্রসহ একটি স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে শর্টহ্যান্ড লেখার জ্ঞান থাকতে হবে।
২) ইংরেজি স্টেনোগ্রাফারের জন্য, শর্টহ্যান্ডে ন্যূনতম ৮০ শব্দ প্রতি মিনিট গতিতে এবং টাইপরাইটিংয়ে ১০ মিনিটের জন্য ইংরেজিতে পাঠযোগ্য হস্তলিপি থেকে ন্যূনতম ৩০ শব্দ প্রতি মিনিট গতিতে টাইপ করার ক্ষমতা প্রয়োজন।
লোয়ার ডিভিশন ক্লার্ক:(LDC)
১) যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ করতে হবে।
২) রাজ্যের আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে।
প্রসেস সার্ভার:
১) যেকোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা অথবা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
২) রাজ্যের আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে।
গ্রুপ ডি:(Wb District Court Recruitment 2025)
১) গ্রুপ-ডি পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা অথবা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
২) রাজ্যের আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা:
Wb District Court Recruitment 2025 এই পদের জন্য যে সমস্ত চাকরির প্রার্থী আবেদন করবেন, তাদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। বয়স সম্বন্ধে আরো জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবে।
আবেদন পদ্ধতি:
- আবেদন পদ্ধতিটি সম্পূর্ন অনলাইনের মাধ্যমে করতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর নিউ রেজিস্ট্রেশন এ গিয়ে ক্লিক করুন।
- একটি বৈধ ইমেইল এবং একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- ফর্মের সমস্ত অপশনগুলি সঠিকভাবে পূরণ করুন।
- নির্দিষ্ট সাইজ অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করার পর সফলভাবে আপলোড করবে।
- সমস্ত প্রক্রিয়া সফল ভাবে হয়ে যাওয়ার পর অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন।
- সমস্ত ফর্মটি পূরণ হয়ে যাওয়া পর এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর। ফর্মেটি সাবমিট করুন।
- সবশেষে ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন ফি:(Wb District Court Recruitment 2025)
বিভিন্ন পদের জন্য আবেদন ফি, জাতি এবং প্রার্থীদের শ্রেণি অনুযায়ী নিচে উল্লেখিত চিত্রে দেওয়া হলো।
পদের নাম | UR এবং অন্যান্য (SC, ST, EWS ছাড়া) | SC, ST এবং EWS |
---|---|---|
1. গ্রুপ-ডি | ৭০০ | ৫০০ |
2. ইংরেজি স্টেনোগ্রাফার | ৮০০ | ৬০০ |
3. প্রসেস সার্ভার | ৮০০ | ৬০০ |
4. এলডিসি(LDC) | ৮০০ | ৬০০ |
ডকুমেন্ট কি লাগবে:
- ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
- আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- কাস্ট সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট ।
- প্রয়োজনীয় নথিপত্রের জন্য ভালোভাবে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে দেখে নিবেন।
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। Wb District Court Recruitment 2025 বিস্তারিত ভাবে জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে দেখে নিবেন।
পরীক্ষার সিলেবাস:
Wb District Court Recruitment 2025 সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয়, অঙ্ক (দশম শ্রেণীর মান), কম্পিউটার দক্ষতা, সাধারণ ইংরেজি, সাধারণ বিজ্ঞান, যুক্তি এবং আচরণগত বিশ্লেষণ। ইংরেজি প্রবন্ধ, রিপোর্ট এবং সংকোচন রচনা, বাংলা অনুচ্ছেদ রচনা, বাংলা ব্যাকরণ, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ।
FOR QUERY
Technical Help Desk E-mail ID: djpmcell@rediffmail.com
Help Desk Phone Number For Technical
Queries 76030206 tanselet in bengali
Important Link:
Official Notice | Download |
Apply Online | Click Here |
Official Website | Visit Here |