Wb Health Recruitment 2025: পৌরসভাতে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ চলছে! শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন।

Wb Health Recruitment 2025: রাজ্যে চাকরির অবস্থা একেবারেই নাজেহাল অবস্থা। এমত অবস্থায় রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর। রাজ্যের পৌরসভাতে স্বাস্থ্যকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এ পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবল মাত্র মেয়েরাই এই আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ?এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে নীচে আলোচনা করা হল। স্বাস্থ্যকর্মী পদে কর্মী নিয়োগের পূর্ণ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হয়েছে।

Important Dates

আবেদন শুরুর তারিখ09/01/2025
আবেদন করার শেষ তারিখ31/01/2025 (5:00 pm)

Read More: উত্তর দিনাজপুর জেলা আদালতে প্রার্থী নিয়োগ চলছে ! শীঘ্রই আবেদন করুন।

পদের নাম (Wb Health Recruitment 2025:)

রাজ্যের পৌরসভাতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাতে অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।


শূন্য পদের সংখ্যা

রাজ্যের পৌরসভাতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাতে মোট ২ টি পদের কথা উল্লেখ করা হয়েছে।


বেতন কাঠামো Wb Health Recruitment 2025:

এই পদে যে সমস্ত কর্মীকে নিয়োগ করা হবে তাদেরকে মাসিক বেতন হিসেবে, ৫,২৫০/ টাকা দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা

এই Wb Health Recruitment 2025: পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক অথবা গ্রেজুয়েশন পাস প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রার্থীদের যদি কোন সামাজিক সেবা কাজে অভিজ্ঞতা থাকে তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।


বয়স সীমা

অনারারি হেলথ ওয়ার্কার Wb Health Recruitment 2025: পদের জন্য আবেদন করতে হলে,এখানে ০১-০১-২০২৫ তারিখ অনুসারে বয়সের হিসাব ধরা হবে। এই হিসাব অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সংরক্ষণ ক্যাটাগরির প্রার্থীরা ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

সমস্ত ইচ্ছুক প্রার্থীকে Wb Health Recruitment 2025: এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, A4 মাপের সাদা পেপারে ফার্মটি ডাউনলোড করে, বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।

ফর্মের মধ্যে একটি ফটো সাটানোর ঘর রয়েছে সেটিতে একটি রঙিন ছবি সাটিয়ে দিন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সংযুক্ত করুন। সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট এবং আবেদন পত্রটি একসাথে যুক্ত করে একটি খামের ভিতরে ভরে খামটির মুখ আঠা দিয়ে সাটিয়ে দিন।

তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আবেদন সম্পন্ন হবে। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা


ডকুমেন্ট কি লাগবে Wb Health Recruitment 2025:

  • ম্যারেজ সার্টিফিকেট। যদি স্বামীর মৃত্যু হয়ে থাকে তাহলে স্বামীর ডেথ সার্টিফি।
  • কাস্ট সার্টিফিকেট।
  • ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র
  • আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
  • রেশন কার্ড ।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ।


নিয়োগ পদ্ধতি

সমস্ত আবেদনকারী প্রার্থীর আবেদন পত্র নিয়ে মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করা হবে। এই শর্ট লিস্টের মধ্যে থেকে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সমস্ত প্রক্রিয়ায় যেসব প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে। তাদের হাতে নিয়োগ পত্র প্রদান করা হবে।

Important Link:

Official NoticeDownload
Download FormClick Here
About Author
Pinku Mandal

পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment