Wb Land Department Recruitment 2025 রাজ্যের শিক্ষিত অবসর প্রাপ্ত বয়স্ক বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন সুখবর রয়েছে। তা হল রাজ্যের ভূমি সংস্করণ দপ্তরের পক্ষ থেকে তথা মুর্শিদাবাদ ডিস্ট্রিক থেকে ক্লার্ক বা আমিন পদের জন্য একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত কর্মীকে নিয়োগ করা হবে। তাদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মানে লিখিত পরীক্ষা ছাড়াই।
শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। Wb Land Department Recruitment 2025 এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।আজকের এই প্রতিবেদনে, আবেদন পদ্ধতি? আবেদনের শেষ তারিখ? শিক্ষাগত যোগ্যতা ?চাকরির মেয়াদ?কাজের দায়িত্ব?বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
Important Dates:
আবেদন শুরুর দিন | 12/02/2025 |
আবেদনের শেষ দিন | 03/03/2025 |
Walk-in- Interview | 12/03/2025 (10.00 A.M.) |
নিয়োগকারী দপ্তর:
জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তার কার্যালয়, মুর্শিদাবাদ।
পদের নাম:(Wb Land Department Recruitment 2025)
এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে, ক্লার্ক বা আমিন পদ।
বেতন কাঠামো:
ভূমি সংস্করণ দপ্তরের অধীনে ক্লার্ক ও আমিন পদে যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে, তাদের বেতন প্রতি মাসে 10000 টাকা করে দেওয়া।
শিক্ষাগত যোগ্যতা:
ভূমি সংস্করণ দপ্তরের অধীনে ক্লার্ক বা আমিন পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে আবেদন প্রার্থী যেন অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। তাহলে এই পদের জন্য আবেদন করতে পারে।
বয়স সীমা:Wb Land Department Recruitment 2025
এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যেসব অবসরপ্রাপ্তি প্রার্থী আবেদন করবেন তাদের বয়স হতে হবে সর্বনিম্ন 60 বছর এবং সর্বোচ্চ 64 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন এবং দেখুন নিচের দিকে ফর্মটি দেওয়া আছে, A4 মাপের সাদা পেপারে ফার্মটি ডাউনলোড করে, বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।
ফর্মের মধ্যে একটি ফটো সাটানোর ঘর রয়েছে সেটিতে একটি রঙিন ছবি সাটিয়ে দিন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সংযুক্ত করুন। Wb Land Department Recruitment 2025 সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট এবং আবেদন পত্রটি একসাথে যুক্ত করে একটি খামের ভিতরে ভরে খামটির মুখ আঠা দিয়ে সাটিয়ে দিন।
তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আবেদন সম্পন্ন হবে। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
ইচ্ছুক প্রার্থীরা তাদের আবেদন জমা দিতে পারেন (এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিন্যাসে) স্ব-প্রত্যয়িত নথিপত্র সহ কর্মঘণ্টার মধ্যে সকল কর্মদিবসে হাতে বা ডাকযোগে, যাতে বিকাল 5.00 বা তার আগে নিম্নস্বাক্ষরিত অফিসে পৌঁছাতে পারেন। 03/03/2025 তারিখে ।
নির্ধারিত তারিখ এবং সময়ের পরে প্রাপ্ত আবেদনটি বিবেচিত হবে না কর্তৃপক্ষ কোনো পোস্টাল বিলম্বের জন্য দায়ী থাকবে না।
ডকুমেন্ট কি লাগবে:
আবেদন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের ফটোকপি সংযুক্ত করতে হবে, তা নিম্নরূপ:
- ১. প্রাক্তন অফিস থেকে জারি করা এক কপি LPC এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ থেকে জারি করা PPO।
- ২. আবাসিক প্রমাণপত্র।
- ৩. বয়স প্রমাণপত্র (এডমিট কার্ড / মাধ্যমিক পরীক্ষার সনদ / প্যান কার্ড / আধান কার্ড ইত্যাদি)।
- ৪. খামের উপর “ক্লার্ক/আমিন পদে পুনঃনিযুক্তির জন্য আবেদন” এইভাবে সুপারস্ক্রিপ্ট করতে হবে।
- ৫. দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
নিয়োগ পদ্ধতি:(Wb Land Department Recruitment 2025)
এক্ষেত্রে আবেদন প্রার্থীদের কোনরূপ লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়:
যোগ্য প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউ 12/03/2025 তারিখে সকাল থেকে নিম্নস্বাক্ষরকারী অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। সকল যোগ্য প্রার্থীদের সকাল 10.00 এর মধ্যে আসতে অনুরোধ করা হচ্ছে। 12/03/2025 তাদের আসল নথির সাথে যাচাই-বাছাই এবং নথি যাচাইয়ের জন্য
Wb Land Department Recruitment 2025সাক্ষাত্কারে উপস্থিত হওয়ার জন্য কোনও T.A এবং D.A গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র পদের জন্য আবেদন জমা দিলেই আবেদনকারীকে সিলেকশন টেস্ট বলে অভিহিত করার অধিকার দেওয়া হয় না। এই বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সংশ্লিষ্ট সকলের জন্য।
Important Link:
Official Notice | Download |