Wb Municipality Job Recruitment 2025: রাজ্যে পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! কেবল মাধ্যমিক পাশ যোগ্যতায়। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।শীঘ্রই আবেদন করুন।

Wb Municipality Job Recruitment 2025 পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষিত বেকার যুবতীদের জন্য একটি নতুন খুশির খবর। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। বর্ধমান পৌরসভার কার্যালয়ে দফতরের তরফ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে মহিলা প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেবেন।

এই রাজ্যের বর্ধমান জেলার স্থানীয় বাসিন্দা হলেই Wb Municipality Job Recruitment 2025 আবেদন করতে পারবেন। তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আজকের এই প্রতিবেদনে, আবেদন পদ্ধতি? আবেদনের শেষ তারিখ? শিক্ষাগত যোগ্যতা ?চাকরির মেয়াদ?কাজের দায়িত্ব?বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

Important Dates

আবেদন শুরুর দিন16-01-2025 (সকাল 11.00 AM থেকে)
আবেদনের শেষ দিন07/02/2025 (বিকাল 5টা পর্যন্ত)।

নিয়োগকারী দপ্তর

বর্ধমান পৌরসভার কার্যালয়।

Read More: রুপশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে!জেলাশাসক(DM) অফিসে কর্মী নিয়োগ চলছে।

পদের নাম (Wb Municipality Job Recruitment 2025)

বর্ধমান পৌরসভার কার্যালয়ের দপ্তরের তরফ থেকে যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে অনারারি হেলথ ওয়ার্কার (HHW) পদে কর্মীদের নিযুক্ত করা হবে বলে প্রকাশ করা হয়েছে।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট ৩৬টি শুন্যপদ রয়েছে। যেহেতু এটি একটি সম্মানসূচক এনগেজমেন্ট, নিয়মিত চুক্তিভিত্তিক এনগেজমেন্ট নয়।

বেতন কাঠামো

উল্লেখিত পদের জন্য যে সমস্ত আবেদন প্রার্থী আবেদন করবেন এবং যে সমস্ত কর্মীগণকে নিয়োগ করা হবে। তাদের এই পদের জন্য চুক্তিভিত্তিক পারিশ্রমিক ৪৫,০০০/ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় প্রেরণা/অভিজ্ঞতা বা সমাজসেবা প্রদান (ঐচ্ছিক)। উচ্চতর যোগ্যতা থাকা প্রার্থীরাও আবেদনের যোগ্য। তবে উচ্চতর যোগ্যতার অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর গণনার জন্য (মাধ্যমিক বা সমতুল্য), সমষ্টি বিবেচনা করতে হবে (অতিরিক্ত কাগজে প্রাপ্ত নম্বর বাদ দিয়ে)।

বয়স সীমা(Wb Municipality Job Recruitment 2025)

০১/০১/০২০২৫ তারিখ অনুযায়ী ৩০-৪০ বছর বয়সী মহিলা হতে হবে। এখানে SC/ST/OBC (A/B) প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বয়স 22 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

চাকরির মেয়াদ

অনারারি হেলথ ওয়ার্কার (HHW) পদে বার্ষিক চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন এবং দেখুন নিচের দিকে ফর্মটি দেওয়া আছে, A4 মাপের সাদা পেপারে ফার্মটি ডাউনলোড করে, বের করে নিন। তারপর সুস্থ মাথায় সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পড়ুন এবং ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।

ফর্মের মধ্যে একটি ফটো সাটানোর ঘর রয়েছে সেটিতে একটি রঙিন ছবি সাটিয়ে দিন। সঙ্গে যে সমস্ত নথি গুলির প্রয়োজন সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সংযুক্ত করুন। সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট এবং আবেদন পত্রটি একসাথে যুক্ত করে একটি খামের ভিতরে ভরে খামটির মুখ আঠা দিয়ে সাটিয়ে দিন।

তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আবেদন সম্পন্ন হবে। এই সমস্ত প্রক্রিয়া করার আগে অবশ্যই Wb Municipality Job Recruitment 2025 অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

  • বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে নির্ধারিত ড্রপ বক্সে বদ্ধ বিন্যাসে সমস্ত আবেদনপত্র ফিজিক্যালি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখের পরে গৃহীত হলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • মিউনিসিপ্যাল ​​কর্তৃপক্ষ অসম্পূর্ণ তথ্য বা যোগ্যতার মানদণ্ড পূরণ না করার জন্য যেকোন আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে সংশ্লিষ্ট প্রার্থীকে কোনো অবহিত না করে।
  • নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে যদি দেখা যায় যে কোনো প্রার্থী সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য কোনো শর্ত পূরণ করেননি বা প্রার্থীর যোগ্যতার মাপকাঠিতে অমিল রয়েছে, তাহলে তার প্রার্থিতা কারণ দেখিয়ে বাতিল করা হবে। তার

    ডকুমেন্ট কি লাগবে Wb Municipality Job Recruitment 2025

    • প্রার্থীকে বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
    • ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পত্র।
    • আধার কার্ড/প্যান কার্ড/ভোটার পরিচয় পত্র।
    • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড জন্ম সার্টিফিকেট।
    • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট ও সার্টিফিকেট
    • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
    • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ।

    নিয়োগ পদ্ধতি

    বর্ধমান পৌরসভার কার্যালয় দপ্তরে। অনারারি হেলথ ওয়ার্কার পদে। Wb Municipality Job Recruitment 2025যে সমস্ত প্রার্থী আবেদন করবেন। তাদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। এই সাক্ষাৎকারে যে সমস্ত প্রার্থী বিবেচিত হবে তাদেরকেই একমাত্র নিয়োগ করা হবে।

    Important Link:

    Official WebsiteVisit Here
    Official NoticeDownload
    About Author
    Pinku Mandal

    পিঙ্কু মণ্ডল! wbpackingjob.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।T.M.B বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

    6 thoughts on “Wb Municipality Job Recruitment 2025: রাজ্যে পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! কেবল মাধ্যমিক পাশ যোগ্যতায়। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।শীঘ্রই আবেদন করুন।”

    Leave a Comment