Wb Primary Teacher’s Merit List 2025 যে সমস্ত শিক্ষিত বেকার চাকরি প্রার্থী। শিক্ষাকে মনেপ্রাণে ভালোবাসেন। উচ্চশিক্ষিত হয়ে প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষকতা করতে চান এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে চান, তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের তরফ থেকে একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন কারি প্রার্থী চাকুরী পাবে। সমস্ত প্রার্থীর জন্য এই সুযোগটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আর দেরি না করে এক্ষুনি আজকের এই Wb Primary Teacher’s Merit List 2025 দেখে নেওয়া যাক। এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি? শিক্ষাগত যোগ্যতা ? বয়স সীমা? নিয়োগ প্রক্রিয়া ? মাসিক বেতন? শুন্যপদ কত রয়েছে ? এই সমস্ত কিছু ভালো ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
নিয়োগকারী দপ্তর:
MALDA DISTRICT PRIMARY SCHOOL COUNCIL.
নিয়োগ:
যে সমস্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্ভবত তাদেরকে খুব শীঘ্রই নিয়োগ করা হবে।
Read More:- কীভাবে পোস্ট অফিসে! আরডি স্কিমের মাধ্যমে ১২ লক্ষ অর্জন করবেন। চলুন দেখা যাক।
Important Dates:
এই নামের তালিকাটি প্রকাশ করা হয়েছে 16/02/2025.
পদের নাম:Wb Primary Teacher’s Merit List 2025
এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীকে নিয়োগ করা হবে, তাদের প্রত্যেককে সহ-শিক্ষক পদে নিয়োগ করা।
শূন্য পদের সংখ্যা:
যেহেতু এই মামলাটি ২০০৯ সালের। ২০০৯ সালে একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরে সেই পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ার কারণে। সম্ভবত ২০১৪ সালে আবার পরীক্ষা নেওয়া হয়েছে। বেশিরভাগ জেলাতেই এই প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিনটি জেলায় প্রার্থীদের নিয়োগ বন্ধ ছিল। পরে পরে তিনটির মধ্যে দুটি জেলায় প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। কিন্তু মালদা জেলায় প্রার্থীদের নিয়োগ করা হয়নি।
২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে শূন্য পদ ছিল তার মধ্যে কিছু শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হয়নি। যে অবশিষ্ট শূন্য পদ বেঁচে রয়ে যায় সেই অবশিষ্ট পদের ভিত্তিতে এই সমস্ত চাকরিপ্রার্থী মামলা করে। যেন ওই অবশিষ্ট শূন্য পদে আমাদের নিয়োগ করানো হয়। Wb Primary Teacher’s Merit List 2025 এই নামের তালিকাতে মোট 312টি শূন্য পদ রয়েছে।
বেতন কাঠামো:Wb Primary Teacher’s Merit List 2025
আশা করা যায় বর্তমানে প্রাইমারি স্কেল অনুযায়ী তাদের বেতন হবে। তবে একথাও মনে রাখতে হবে যে, যে সমস্ত প্রার্থীদের D.el.ed সম্পন্ন আছে। তাদের বেতন একটু বেশি হবে। যে সমস্ত প্রার্থীদের D.el.ed নেই তাদের বেতন কিছু কম হবে।
শিক্ষাগত যোগ্যতা:
যেহেতু এই আবেদন পদ্ধতি টি ২০০৯ সালের তাই শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করার যোগ্য প্রার্থী। যে সমস্ত প্রার্থী ডি এল এড আছে তারাও আবেদনের যোগ্য প্রার্থী।
বয়স সীমা:Wb Primary Teacher’s Merit List 2025
বিজ্ঞপ্তিটি ২০০৯ সাল অনুযায়ী, ২০০৯ সালে যে সমস্ত প্রার্থী ন্যূনতম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স, সেই সমস্ত প্রার্থী আবেদন করেছিলেন। এছাড়াও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়েছেন।
নিয়োগ পদ্ধতি:
এখানে তাদেরকেই নিয়োগ করা হবে। যে সমস্ত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে রেখেছিলেন। সেই সমস্ত প্রার্থী সময় সাপেক্ষে কোর্টে মামলা দাখিল করেছিলেন, এবং তারা কোর্টে জয়ী হন। একমাত্র Wb Primary Teacher’s Merit List 2025 এই তালিকাই যে সমস্ত প্রার্থীদের নাম আছে তাদেরকে নিয়োগ করা হবে।
Important Link:
Merit List | Download |
Official Website | Visit Here |